ভারতে জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপির মাদক জব্দ, ১ পাক নাগরিক আটক - Southeast Asia Journal

ভারতে জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপির মাদক জব্দ, ১ পাক নাগরিক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি জাহাজ থেকে ১২ হাজার কোটি রুপি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

গত ১৩ মে শনিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাহাজটি থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মেথামফেটানিন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১২ হাজার কোটি রুপি। এই ঘটনায় এক পাকিস্তানি নাগরিককে আটক করার কথাও জানা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সংস্থা দুটির দাবি ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশে আফগানিস্তান থেকে চালান করা হয়েছিল।

আফগানিস্তান থেকে আসা মাদকের চালান ঠেকাতেই অপারেশন সমুদ্রগুপ্ত পরিচালনা করা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।