সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় চিনি আটক - Southeast Asia Journal

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় চিনি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় চিনির চালান আটক করেছে বিজিবি।

সোমবার (২২ মে) সকালে ২৮ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চিনি আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও বিওপির টহল দল সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড়া এলাকা থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৪০ কেজি ভারতীয় চিনির চালান আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত চিনির বাজার মূল্য ২৮ হাজার ৮শত টাকা। আটককৃত ভারতীয় চিনি শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।