শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ঢাকা ত্যাগ করল বিমান বাহিনীর ১৯০ সদস্যের নতুন কন্টিনজেন্ট
![]()
নিউজ ডেস্ক
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি কন্টিনজেন্ট দেশ ত্যাগ করেছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে ১৯০ জন শান্তিরক্ষী জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হন।
এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর মোঃ এনামুল করিম, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি। তারা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থানরত বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিটের পূর্ববর্তী সদস্যদের প্রতিস্থাপন করবেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী শান্তিরক্ষীদের জন্য এক ব্রিফিং আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি শান্তিরক্ষীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে।” পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মেডিকেল প্রটোকল কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
মিশনের সাফল্য কামনায় বিমান বাহিনী প্রধান এক বিশেষ মোনাজাতে অংশ নেন।

কন্টিনজেন্ট বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে কঙ্গোর জনগণের আস্থা অর্জন করেছেন। নতুন কন্টিনজেন্ট সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও সফল মিশন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।