ইয়াবা ব্যবসার দায়ে এক রোহিঙ্গার ৮ বছরের জেল - Southeast Asia Journal

ইয়াবা ব্যবসার দায়ে এক রোহিঙ্গার ৮ বছরের জেল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ইয়াবাবহন, সেবন ও ব্যবসার দায়ে এক রোহিঙ্গাকে ৮ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার এবং অর্থদন্ড অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২।

সোমবার (২৪ জুন) কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।

দন্ডিত আসামী মায়ানমারের আকিয়াবের মংডুর মৃত ইব্রাহিমের পুত্র নুরুল ইসলাম।

প্রসঙ্গত, দন্ডিত রোহিঙ্গা নুরুল ইসলামের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১৭ সালের ২১ মার্চ ৯ হাজার ৯ শত ৯৩ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছিল। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারা মতে এ দন্ডাদেশ দেয়া হয়।