টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মানবপাচারকারী নিহত
![]()
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
নিহতরা হলেন, উপজেলার নয়াপাড়াস্থ গোলাপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।
২৫ জুন মঙ্গলবার ভোররাতে উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত বলে জানা যায়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রাতে ১৫ জন রোহিঙ্গা পাচার মামলার আসামীদের ধরতে টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে পৌঁছলে আগে থেকে অবস্থানরত অস্ত্রধারী একদল মানব পাচারকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।