রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় ২ কারবারী আটক - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় ২ কারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত মে ২৮ মে রোববার রাতে এক সংবাদ সম্মেলনে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিনগত রাত ২টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র-গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

সংবাদ সম্মেলনে উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

You may have missed