রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিগারেট উদ্ধার করে।

বিজিবি জানায়, অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে একটি টহল দল কাপ্তাই উপজেলার বটতলীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ব্র্যান্ড ‘ওরিস’ ৩ হাজার ৫০০ প্যাকেট, ‘ইজি লাইট’ ১৫ হাজার ২৩০ প্যাকেট এবং ‘প্যাট্রন’ ১৭ হাজার ৫০০ প্যাকেটসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট বিদেশী সিগারেট আটক করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

কাপ্তাই বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা সব বিদেশী সিগারেট কাপ্তাই ব্যাটালিয়নের মাধ্যমে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধভাবে বিদেশী পণ্য পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী কাপ্তাই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাচালান চক্রগুলো অবৈধ সিগারেট পাচারের চেষ্টা চালিয়ে আসছে। বিজিবির ধারাবাহিক অভিযানে এই কার্যক্রমে উল্লেখযোগ্য ধাক্কা লাগলেও পাচারকারীরা নতুন রুট ব্যবহারের চেষ্টা করছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *