পার্বত্য চট্টগ্রামের সংকট জাতীয় সমস্যা- রাঙামাটিতে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য

পার্বত্য চট্টগ্রামের সংকট জাতীয় সমস্যা- রাঙামাটিতে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য

পার্বত্য চট্টগ্রামের সংকট জাতীয় সমস্যা- রাঙামাটিতে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামকে শুধুমাত্র আঞ্চলিক নয়, জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি–কাপ্তাই সংযোগ সড়কের একটি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক দলগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। এ অঞ্চলের সমস্যা একটি ভূ-রাজনৈতিক ইস্যু; তাই জাতীয় পরিপ্রেক্ষিতেই এর সমাধান খুঁজতে হবে। ভবিষ্যৎ সরকারের নির্বাচনী ইশতেহারেও এ অঞ্চলের সমস্যা ও সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “আগামীর বাংলাদেশে কোনো নাগরিক পিছিয়ে থাকবে না—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, রাঙামাটি দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে বহু দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে, যেগুলো সবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় কৃষ্টি-সংস্কৃতির প্রতি সম্মান রেখে নীতি নির্ধারণের মাধ্যমে সমাধান করতে হবে।

পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও পুনর্মূল্যায়ন, এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশনকে কার্যকর করা, কাপ্তাই হ্রদ খনন, আগামী নির্বাচনে কঠোর আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা, প্রার্থীর ক্ষেত্রে ‘না ভোট’ চালু রাখা এবং দেশবিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধসহ নানা দাবি উত্থাপন করেন।

সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে পার্বত্য চট্টগ্রাম ইস্যু দীর্ঘদিন ধরেই আলোচনার হলেও বাস্তব সমাধান এখনও অসম্পূর্ণ বলে পর্যবেক্ষকদের মত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *