কাউখালীতে জাল টাকার কারবারি আটক, ব্যবসায়ীদের সতর্কতায় উদ্ধার ২২ হাজার টাকার জাল নোট

কাউখালীতে জাল টাকার কারবারি আটক, ব্যবসায়ীদের সতর্কতায় উদ্ধার ২২ হাজার টাকার জাল নোট

কাউখালীতে জাল টাকার কারবারি আটক, ব্যবসায়ীদের সতর্কতায় উদ্ধার ২২ হাজার টাকার জাল নোট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী বাজারে বিপুল পরিমাণ জাল টাকাসহ রিয়াদ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সপ্তাহিক হাটের ব্যস্ততম সময়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক রিয়াদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামে। তিনি মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে।

স্থানীয়রা জানান, রিয়াদ দীর্ঘদিন ধরে পাইকারি ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে স্থানীয়দের উৎপাদিত কাঁচামাল ও নানা পণ্য কিনে প্রতারণা করছিলো। তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোট মিলিয়ে মোট ২২ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হাটের দিন ক্রেতা সেজে বাজারে কেনাকাটা করার সময় এক পাহাড়ি বিক্রেতা জাল নোট শনাক্ত করেন। পরে বাজারের ইজারাদার ও ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ওসি এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি তদন্তের পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

কাউখালী বাজারের ইজারাদার আব্দুল বলেন, “প্রতি হাটের দিন ভোরে পাহাড়িদের উৎপাদিত বিভিন্ন পণ্য আসে বাজারে। দীর্ঘদিন ধরে একটি চক্র পাইকারি ক্রেতার ছদ্মবেশে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিলো। এতে বহু সাধারণ পাহাড়ি লোকসানের শিকার হয়েছে।”

ব্যবসায়ী সুমন জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে জাল টাকা কারবারের খবর প্রচারিত হওয়ার পর থেকেই তারা ছায়া নজরদারি শুরু করেন। “আজ সকালে এক পাহাড়ি বিক্রেতা আমার দোকানে কাঁচামাল বিক্রি করতে এলে তার দেওয়া টাকাটি জাল বলে ধরা পড়ে। পরে তাকে সঙ্গে নিয়ে আমরা ওই প্রতারককে ধরতে সক্ষম হই,” বলেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাহাড়ি জনপদে জাল টাকার বিস্তৃতি স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, এ ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যবস্থায় আরও নজরদারি জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *