বান্দরবানে সেনাবাহিনী পরিচয়দানকারী এক প্রতারক আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর পরিচয় প্রদানকারী এক বেসামরিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার ১২ জুন ২০২৩ রাত ৯.৩০ এর দিকে আলীকদম বাসস্ট্যান্ড এলাকা হতে সেনাবাহিনীর পরিচয় প্রদানকারী সুমন চন্দ্র রায়(৩২) নামে একজন বেসামরিক ব্যক্তিকে আটক করে আলীকদম থানায় সোপর্দ করা হয়।
সে ফেনী জেলার সোনাগাজী থানার চর চান্দিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন চন্দ্র দেবনাথ এর পুত্র। উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি ২০১৮ সালে ১৬ ইসিবিতে “এস্কাভেটর ড্রাইভার” পদে অস্থায়ী ভিত্তিতে ২ বছর ৬ মাস চাকুরী করে। পরবর্তীতে করোনা কালীন সময়ে সে চাকুরীচ্যুত হয়।
চাকুরী করাকালীন সময়ে তিনি সেনাবাহিনীর উইন্টার কোট এবং ইএমই এর কালো ইউনিফর্ম পড়ে ছবি তোলে এবং মেডিকেল বুক সংগ্রহ করে। ইউনিফর্ম পরিহিত ছবি এবং মেডিকেল বুক দেখিয়ে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পরিচয় প্রদান করে এবং সেনাবাহিনীর পরিচয় দিয়ে কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা হতে শিবু কান্তি দে’র মেয়ে উর্মি দে কে বিয়ে করে। জানা যায় যে, ছেলেটি পূর্বেও বিয়ে করেছিল এবং এক পুত্র সন্তানের জনক।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আলীকদম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।