দূরছড়িতে জেএসএস (সন্তু) কর্তৃক উপজাতিদের রেশন আত্নসাৎ, পিবিসিপির নিন্দা - Southeast Asia Journal

দূরছড়িতে জেএসএস (সন্তু) কর্তৃক উপজাতিদের রেশন আত্নসাৎ, পিবিসিপির নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়িতে সরকারী ত্রান তহবিল হতে উপজাতিদের দেয়া রেশন বিতরণের সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নামে প্রায় সাড়ে ৫ টন রেশনের চাল আত্নসাৎ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় খাগড়াছড়ি শহরস্থ সংগঠনের জেলা কার্যালয়ে এক জরুরী সভায় উক্ত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় জলা সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল আলম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২৫ জুন) দূরছড়িতে উপজাতিদের মাঝে এপ্রিল, মে ও জুন মাসের চাল বিতরণ করা হয়। দূরছড়ি বাজার খাদ্য গুদাম থেকে মোট ১১২ জন সদস্যকে জনপ্রতি ২৫০ কেজি হারে এ চাল প্রদান করা হয়।তবে জনপ্রতি মাসে ১০০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ৩ মাসে ৩শ কেজির পরিবর্তে প্রত্যেক কার্ডধারীকে ২৫০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। এসময় সাধারণ উপজাতিদের, জন প্রতি যে ৫০ কেজি চাল রাখা হচ্ছে এটা জেএসএস শন্তু গ্রুফের পার্টি অফিসে এর সমুদয় অর্থ জমা দিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতিপয় জেএসএস নেতা। সে হিসেবে উপজাতিদের রেশন থেকে অন্তত সাড়ে সাড়ে ৫ টন চাল আত্নসাৎ করেছে জেএসএস (সন্তু)।

সভায় নেতৃবৃন্দ আরো বলেন, আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)’র হাত থেকে পাহাড়ে বর্তমানে উপজাতি জনগোষ্ঠীরাও নিরাপদ নয়, সাধারণ উপজাতিরাও সন্ত্রাসীদের হাতে নির্যাতিত। তাই অনতিবিলম্বে পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনারও দাবি জানান নেতৃবৃন্দ।