ব্রীজের পাটাতন খুলে আবারো খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
![]()
নিউজ ডেস্কঃ
অল্প কয়েকদিনের মাথায় আবারো খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় বেইলি ব্রিজের পাটাতন খুলে খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও রাঙ্গামাটির একাংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
সরজমিনে পরিদর্শন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ব্রীজটি আগে একবার ক্ষতিগ্রস্ত হবার পর এতে ৫টনের অধিক মালবাহী গাড়ি উঠা নিষেধ থাকলেও বুধবার (২৬ জুন) ভোরের দিকে চট্টগ্রামের দেওয়ানহাট খাদ্যগুদাম হতে খাদ্য অধিদপ্তরের ১৩টন চাউল নিয়ে দীঘিনালা যাবার পথে চাল বোঝাই একটি ট্রাক (ফেনী ট ১১-০৭৪৬) বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় ব্রিজটির পাটাতন খুলে পড়ে ট্রাকটি আটকে যায়। যার ফলে ব্রীজের দুই পাশে প্রচুর পরিমানে যানযটের সৃষ্টি হয়েছে।

এদিকে বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এছাড়া জেলা সদরের সাথে দিঘীনালা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদুসহ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাজেকের যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে বেইলী ব্রীজটি মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ ব্রিজটি সচল করা যাবে তা বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, সম্প্রতি ব্রীজটি আরো একবার একইভাবে ক্ষতিগ্রস্ত হলেও সামান্য মেরামত করে তা আবার চালু করে কর্তৃপক্ষ। তবে তার পাশেই গত ২ বছর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির এন্টারপ্রাইজ কর্তৃক আরেকটি নতুন ব্রীজ নির্মান কাজ শুরু করা হলেও অনেকটা ধীর গতিতে কাজ করার কারনে দুর্বল ও পুরাতন বিকল্প ব্রীজের উপরে চাপ বেশী পড়ছে বলে জানা গেছে।