খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
গত কয়েকদিনের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে খাগড়াছড়ি জোনের অন্তর্গত পানছড়ি সাব জোন অধিনস্ত এলাকার ক্ষতিগ্রস্থদের এ সুবিধার আওতায় আনা হয়।
শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১১টায় পানছড়ি সাব জোন কর্তৃক পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেয়া হয়।
পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
সহায়তা নিতে আসা মদন কার্বারী পাড়ার কল্পরঞ্জন ত্রিপুরা, বড় সাঁওতাল পাড়ার খান্দুরী সাঁওতাল, লাবেচাই মারমা, তারাপ্রসন্ন চাকমা, মুসলিম উদ্দিন ও নায়ের আলীরা সহায়তা পেয়ে খুব খুশী।
সকলেই সেনাবাহিনীর এই মহতী উদ্দ্যেগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।