খাগড়াছড়ির রামগড় বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের পৃথক দু’টি অভিযানে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশের সময় ধাওয়া করে ৯টি ভারতী গরু জব্দ করেছে বিজিবির টহল দল।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে রামগড় ব্যাটালিয়ন আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গনি এর নেতৃত্বে টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকার হতে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অপরদিকে, বিকেলে একই এলাকায় পানুয়াছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ তৈয়বুর রহমান এর নেতৃত্বে টহলদল মালিকবিহীন আরো ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় গরু সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান-মাদক সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে।
