মহান বিজয় দিবসে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
![]()
নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাঙামাটিতে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব।
অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর একটি চৌকষ ও সুসজ্জিত গার্ড দল বীরশ্রেষ্ঠের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করে। একই সঙ্গে বিউগলের অন্তিম সুরে উপস্থিত সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির এই সূর্য সন্তানকে।
শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন, যেদিন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা স্বাধীন আকাশে উড়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে এনেছিলেন। এই গৌরবোজ্জ্বল দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ।
একই সঙ্গে তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন বিজিবি বাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম, ৭৭ জন বীর প্রতীকসহ আত্মোৎসর্গকারী মোট ৮১৭ জন বীর শহীদকে।
বক্তব্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্বগাথা স্মরণ করে কর্নেল আহসান হাবীব বলেন, ১৯৭১ সালের ২০ এপ্রিল পার্বত্য রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার চেংড়ী খালে প্রতিরক্ষা অবস্থানে থাকাকালীন তিনি এককভাবে মেশিনগানের গুলিতে পাক হানাদার বাহিনীর দুটি লঞ্চ ও একটি স্পিডবোট ডুবিয়ে দেন। তার এই বীরত্বপূর্ণ প্রতিরোধে শত্রুসেনারা পশ্চাদপসরণে বাধ্য হয়। পরবর্তীতে পাক বাহিনীর ছোড়া মর্টারের গোলার আঘাতে তিনি এই স্থানে শাহাদাত বরণ করেন। তার এই মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বের খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধি রক্ষনাবেক্ষণকারী দয়াল কৃষ্ণ চাকমা, বিজিবির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি নিয়মিতভাবেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও শহীদদের আত্মত্যাগ স্মরণে বিভিন্ন স্মরণমূলক কর্মসূচি পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।