নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৬ সদস্য নিহত - Southeast Asia Journal

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৬ সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছে।

সুত্র জানায়, রোববার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। সোমবার আহতদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার গত সোমবার সকালে ওই এলাকায় গেলে সেটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের আরোহীরা বেঁচে আছে কিনা তা এখনও জানা যায়নি।

নামে প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে ‘আমরা বন্দুকযুদ্ধে ২৩ সেনাকে হারিয়েছি, যাদের মধ্যে তিনজন অফিসার এবং তিনজন বেসামরিক জেটিএফ (ভিজিল্যান্টস) এবং আট সেনা আহত হয়েছে।

দ্বিতীয় সূত্রটিও হতাহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার হতাহতদের সরিয়ে জন্য পাঠানো হয়েছিল। এতে ১১ মৃতদেহ ও সাত আহত ব্যক্তি ছিল। তবে হেলিকপ্টারটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

You may have missed