নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
গত ৩০ আগস্ট বুধবার দিবাগত রাতে বুড়িঘাটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেনানিয়ারচ জোন অধিনায়ক লে. কর্নেল এস. এম. রুবাইয়াত নেতৃত্বে বুড়িঘাট সেনাক্যাম্পের দায়িত্বরত অফিসার ও সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। উক্ত অভিযানে অবৈধভাবে কাঠ পাচারকালে আনুমানিক ২০০ সেফটি কাঠ জব্দ করা হয়ে। যার বাজার মূল্য ১ লাখ টাকা প্রায়।
নানিয়ারচ জোন অধিনায়ক লে. কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন জানান, সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রাম হতে দেশের বনজ সম্পদ রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধকল্পে ভবিষ্যতেও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘদিন থেকে এই পথে নৌকা যোগে বিভিন্ন প্রজাতির কাঠ চোরাকারবারিরা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইভাবে কাঠ পাচার করে আসছে। সেনাবাহিনীর এই সফল অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানান।