বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান - Southeast Asia Journal

বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রতি বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ত্রাণ ও শিক্ষা-সামগ্রীসহ বিভিন্ন সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বান্দরবান সেনানিবাসে এসব সহায়তা বিতরণ করেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

অনষ্ঠানে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের কর্মকর্তা মেজর শায়েক উজ জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের ১০৭ জনের মাঝে ১০ লাখ ৯৫ হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এর আগেও এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে দুই হাজার ২৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লাখ টাকা, আড়াই লাখ লিটার বিশুদ্ধ পানি ও চার হাজার ১৮০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।