রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন - Southeast Asia Journal

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

মিয়ানমারের ওপর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে, রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মঙ্গলবার ঢাকায় জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক অভিযোজন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকা আসছেন মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি ড. হিলদা হেইনে। সঙ্গে থাকবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভা।

এছাড়া দেশি-বিদেশি জলবায়ু বিশেষজ্ঞরাও বৈঠকে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আগামী ১০ জুলাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন হিলদা হেইনে ও বান কি মুন।