রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করছে মালয়েশিয়া - Southeast Asia Journal

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করছে মালয়েশিয়া

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

চলতি বছর শেষ হওয়ার আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে যথাযথ প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ঠিক করতে আসিয়ান দেশগুলোকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া কাজ করছে বলে মন্তব্য করে ঢাকা সফররত মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেছেন নিজের বসত ভিটায় ফিরে যাওয়াই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এই সংকট সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে যথাসাধ্য সহযোগিতা করছে।

রোববার (৭ জুলাই) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকটের সমাধান চাই। এই সংকট সমাধানের জন্য আমরা আসিয়ানভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে বিস্তারিত পরিকল্পনা এবং তা কিভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ করছি। এই সংকট সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারাও ফিরে যেতে চায় কিন্তু ফিরে গেলে যে তাদের ওপর আবার নির্যাতন হবে না, তারা এই বিষয়ে নিশ্চয়তা চায়। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিকল্পনা এবং বাস্তবায়ন পদ্ধতিতে রোহিঙ্গা প্রতিনিধিদের রাখতে হবে। যাতে তারা নিজেরা উপস্থিত থেকে সবকিছু দেখে নিতে পারে। আমরা বিষয়টি মিয়ানমারকে বলেছি। পাশাপাশি এই সংকট সমাধানে আসিয়ান সদস্যদের নিয়েও কাজ করছি। আশা করছি, এই বছর শেষ হওয়ার আগেই প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত হবে।’