ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির কাউন্সিল সম্পন্ন - Southeast Asia Journal

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির কাউন্সিল সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির কাউন্সিল সম্পন্ন হয়েছে।

‘প্রজন্মের ডাক : জুম্ম সংস্কৃতি মুক্তি পাক’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরেশ চাকমাকে সভাপতি, জশোয়া দেওয়ানকে সাধারন সম্পাদক এবং রাতুল তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এসময় সভায় কিংশুক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল সাহা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এআইইউবির সহকারী অধ্যাপক বরেন্দ্রলাল ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য যোশীয় চিবল সাংমা, বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুলভ চাকমা প্রমুখ।

সভায় যোশীয় চিবল সাংমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালি ছাড়াও অ-বাঙালি ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে। তাদের না বলা কথা গুলো প্রায়ই বলা হয়ে উঠে না। একজন ডাকসু’র প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি উপজাতি শিক্ষার্থীদের সুখ দুঃখের কথা গুলো তুলে ধরতে চাই।