রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
বর্তমান সরকারের প্রতিশ্রুতি-স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই রবিবার সকালে ৫ নং বন্দুকভাঙ্গা ইউনিয়নের সর্বসাধারণের উপস্থিতিতে রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এ গনশুনানী অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব শাহীনুল ইসলাম(যুগ্ম সচিব) এর সভাপতিত্বে ও সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব)র সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
এ সময় বক্তারা বলেন, “তৃণমূল জনসাধারণের প্রকৃত উন্নয়নের জন্য গণশুনানি অনুষ্ঠানটি অত্যন্ত জরুরী । এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের বাস্তব চিত্র যেমনি জানা যায় তেমনি উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও এটি কার্যকর ভূমিকা রাখে”।
বক্তারা পাহাড়ে উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করে ভবিষ্যতেও এসব কর্মকান্ড চলমান রাখার দাবা জানান।