বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - Southeast Asia Journal

বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বান্দরবান-চট্টগ্রাম সড়ক পথের বিভিন্ন এলাকা পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকালে সড়ক প্লাবিত হলে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে থানচি উপজেলার জিন্না পাড়াসহ বিভিন্ন পর্যটন এলাকায় ৩০ জনের অধিক পর্যটক আটকা পড়েছে। নৌ ও পাহাড়ী পথে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ন হওয়ার কারনে রুমা ও থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক যাতায়ত বন্ধ করা হয়েছে।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ঝুন্টু দাশ বলেন,বান্দরবান-চট্টগ্রাম সড়কে পানি বৃদ্ধির কারনে আমরা আমাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছি।