জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত সমীক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত সমীক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত সমীক্ষা এবং আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য মাল্টিসেক্টরাল প্রকল্প গ্রহণের নিমিত্তে স্টাডি সম্পাদন সংক্রান্ত ধারনাপত্র উপস্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং।

এছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কে শৈ হ্লা ও প্রতিনিধি ছাড়াও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।