কক্সবাজারে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানা গেছে। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোরা শিকলগাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদককারবারিরা হলেন, চাঁদপুর জেলার চরমুকুন্দী এলাকার মো: রেজোয়ান সওদাগরের ছেলে মো: আসমাউল সওদাগর (৩৫) ও যশোর জেলার বসুন্দিয়া (বর্তমানে নারায়নগঞ্জের ফতুল্লা) এলাকার মো: জব্বার আলীর ছেলে মো: জাবেদ মিয়া (৩৪)।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল খান (পিএসসি) সত্যতা নিশ্চিত করেছেন।