ছয় বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ - Southeast Asia Journal

ছয় বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাগরদ্বীপ দুবলারচরের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

দুবলারচরেরর আলোরকোল থেকে জেলেদের মহাজন রামপালের আব্দুল হাই শেখ মোবাইল ফোনে বলেন, বুধবার বেলা ২টার দিকে তার ৬ জন জেলে মান্দারবাড়িয়ার কাছে সাগরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি স্পিড বোটে করে এসে তার ছয় জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে ভারতীয় সীমানায় চলে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হচ্ছেন, ট্রলার মাঝি ইলিয়াস, ইছা, আবুল, মানিক, রাসেল ও রাজু। এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, ছয় জেলেকে বিএসএফ সদস্যরা সাগর থেকে ধরে নিয়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানানো হচ্ছে।