চীন-বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া শুরু করছে ভারত: দীর্ঘ নোটাম জারি

চীন-বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া শুরু করছে ভারত: দীর্ঘ নোটাম জারি

চীন-বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া শুরু করছে ভারত: দীর্ঘ নোটাম জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীন ও বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম (NOTAM) জারি করেছে। আগামী ৬ নভেম্বর থেকে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী। নোটাম জারির কারণে ওই সময়ে অন্য কোনও যাত্রিবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উড়তে পারবে না। খবর ভারতের নিউজ ১৮ এর।

বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে নিউজ ১৮ এর খবরে আরো বলা হয়, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে, বাংলাদেশে নির্বাচনের প্রাককালে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্টই— পড়শি দেশ থেকে অনুপ্রবেশের সব পথ বন্ধ করা হচ্ছে।

খবরে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস একটি আর্টওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দেন। তাতে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভূক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত। বাংলাদেশ নেতৃত্বর সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞেরা।

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ভারতের উত্তর পুর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *