বর্মাছড়িমুখ এলাকায় ফের সেনা অভিযান: অবৈধভাবে পাচারকালে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার

বর্মাছড়িমুখ এলাকায় ফের সেনা অভিযান: অবৈধভাবে পাচারকালে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার

বর্মাছড়িমুখ এলাকায় ফের সেনা অভিযান: অবৈধভাবে পাচারকালে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ সংলগ্ন পাহাড়ি এলাকায় ফের অবৈধ কাঠ পাচারের ঘটনা উদ্ঘাটন করেছে নিরাপত্তা বাহিনী। আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল নাগাদ গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষছিড়ি জোনের খিরাম সেনা ক্যাম্পের একটি টহলদল বকছড়িপাড়া এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানা গেছে।

এর মাত্র কয়েকদিন আগে একই এলাকার দেওয়ানপাড়া অংশ থেকে প্রায় ৪,০০০ ঘনফুট কাঠ উদ্ধার করে লক্ষীছড়ি জোন। ফলে ধারাবাহিকভাবে একই অঞ্চলে বারবার কাঠ পাচারের ঘটনা নিরাপত্তা বাহিনীর নজরে আসায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রতিবারের মতো এবারও সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যায়।

পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বর্মাছড়িমুখ এলাকায় ফের সেনা অভিযান: অবৈধভাবে পাচারকালে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার

নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বর্মাছড়িমুখ এলাকা দীর্ঘদিন ধরে সশস্ত্র পাহাড়ি সংগঠন ইউপিডিএফের অবৈধ চাঁদাবাজি ও কাঠ পাচার চক্রের অর্থনৈতিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র। সম্প্রতি এই এলাকায় সেনাবাহিনীর টহল ও নজরদারি জোরদার করায় পাচারকারীদের অর্থের মূলধারা ব্যাহত হওয়ার আশঙ্কায় ইউপিডিএফ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে জনমত তৈরির অপপ্রচারে লিপ্ত রয়েছে।

ইউপিডিএফের অবৈধ অর্থের উৎসে সেনাবাহিনীর হানা: ১ কোটি ২০ লাখ টাকার কাঠ উদ্ধার

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অর্থের প্রবাহ এবং পরিবেশ ধ্বংসকারী কাঠ পাচার নিয়ন্ত্রণে সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বার্মাছড়িমুখ এলাকায় সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ-সংযুক্ত সশস্ত্র ও অর্থনৈতিক নেটওয়ার্কের তৎপরতা রুখে দিতে সেনাবাহিনীর অভিযান স্থানীয় জনগণের আস্থা বাড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed