কক্সবাজারে বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকা লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান দেশে আসতে পারে- এমন তথ্যে বিজিবির একটি টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ৩-৪ জন ব্যক্তি বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
