কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
 
                 
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। টেকনাফের হ্নীলা ল্যাদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী খালপাড় এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
টেকনাফ বিজিবির সিও লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান খালাসের খবর পেয়ে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিবিদ্ধ দু’জনকে পাওয়া যায়। আহতবস্থায় তাদের হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাদক ব্যবসায়ী মারা যায়। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।
