টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত - Southeast Asia Journal

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ককক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয় এলাকায় পুশিলের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো: হোছন (৩৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, নয় রাউন্ড গুলি এবং দুই হাজার পিস ইয়াবা|

শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং শিয়াইল্যাঘোনা নামক এক পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত হোছন ইয়াবা ব্যবসায়ী হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আনু মিয়ার পুত্র।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাকারবারি মোঃ হোছন ২০ জুলাই রাত ১০টায় গ্রেফতার করা হয়। সে স্বীকারোক্তি দেয় মিয়ানমার থেকে ইয়াবার চালানের বেশ কিছু ইয়াবা হোয়াইক্যং শিয়াইল্যা মোরা এলাকার পাহাড়ে পাদদেশে লুকানো অবস্থায় রয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক রাত সাড়ে ১১টার দিকে ওসির নেতৃত্বে তাকে নিয়ে ওই স্থানে অভিযানে যায় পুলিশ। অভিযানের গেলে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা ইয়াবাকারবারি মোঃ হোছনের সাঙ্গপঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুঁড়ে। এক পর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। গোলাগুলিতে এতে মোঃ গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়া তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ভোর সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You may have missed