পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনাসহ নিহত ১৫ - Southeast Asia Journal

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনাসহ নিহত ১৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে এক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে চার পাকিস্তানি সেনা ও দুই বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছেন বলে সামরিক বাহিনী জানিয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) গভীর রাতে আত্মঘাতী বোমা ছাড়াও বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

প্রাদেশিক কর্মকর্তারা মঙ্গলবার (৩০ জানুয়ারি) এএফপিকে জানিয়েছেন, ‘সংঘর্ষে কমপক্ষে ছয় জঙ্গি নিহত হয়েছে।

‘কিন্তু সামরিক বাহিনী পরে জানায়, ‘তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।’ পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য শাখা ‘ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)’ বলেছে, ‘বন্দুকযুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার চার সাহসী সদস্য বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন। এ ছাড়া আরো দুই নিরীহ বেসামরিক নাগরিকও শহীদ হয়েছেন।’

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪ সেনাসহ নিহত ১৫

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেছেন, একটি আধা সামরিক সদর দপ্তর ও একটি পুলিশ স্টেশনসহ সোমবার (২৯ জানুয়ারি) রাতে অন্তত তিনটি রাষ্ট্রীয় স্থাপনায় সমন্বিত হামলা হয়।

ইসলামাবাদ কয়েক দশক ধরে বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে লড়াই করে আসছে। এই প্রদেশটি পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু দরিদ্রতম প্রদেশ। স্থানীয়রা বলছেন, তারা তেল ও গ্যাসের মজুদ থেকে তাদের সম্পদের ন্যায্য অংশ পান না। এ ছাড়া অঞ্চলটি ধারাবাহিকভাবে পাকিস্তানের মানব উন্নয়ন সূচকের নিচের দিকে রয়েছে।

অধিকারগোষ্ঠীগুলো অভিযোগ করেছে, জাতিগত বেলুচ নাগরিকদের ওপর সামরিক দমন-পীড়ন চালানো হয়, এর মধ্যে রয়েছে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

  • আন্তর্জাতিক অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।