সেনাবাহিনীতে নতুন কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি পদে রদবদল হয়েছে। সেনাবাহিনীর নির্ভরযোগ্য কয়েকটি জানিয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রধান মেজর জেনারেল মো. মজিবুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে।
বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির অষ্টাদশ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পাওয়া এ কর্মকর্তাকে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে।
এদিকে বিজিবির নতুন মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীকে। এই পদে নিয়োগের জন্য এরই মধ্যে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল আশরাফুজ্জামান এর আগে সেনাসদরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মুজিবুরকে নতুন দায়িত্ব দেওয়ায় কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদ সামলে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট করে পাঠানো হয়েছে।
জাতীয় নির্বাচনের আগে গত ডিসেম্বরে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি পরিবর্তন আনা হয়েছিল। ভোটের পর আবার রদবদল হলো।