রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের হলরুমে, “চাইলে শিক্ষার উন্নয়ন, শেখ হাসিনার প্রয়োজন” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

“চাইলে শিক্ষার উন্নয়ন, শেখ হাসিনার প্রয়োজন” এই স্লোগান কে সামনে রেখে শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের হলরুমে, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার আয়োজনে- রাঙামাটি সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো: মুলতান মাহমুদ (বাপ্পা) এর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়।

আয়োজিত বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার সভাপতি মো: আব্দুল জব্বার সুজন।

এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুসা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো: শহিদুজ্জামান মহসিন (রোমান), রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। সঞ্চালনায় ছিলেন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: আহমেদ ইমতিয়াজ রিয়াদ।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহ সভাপতি মো: নুর আলম। সদস্য সচিব, রাঙামাটি সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউছার রিপন।

এছাড়াও রাঙামাটি সরকারি কলেজ শাখার আওয়ামী ছাত্রলীগের নতুন ও পুরাতন ছাত্র-ছাত্রী বৃন্দ সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।