যারা দেশের উন্নতি চায়না তারাই গুজব ছড়িয়ে দেশকে অস্থির করার পাঁয়তারা করছে- বীর বাহাদুর
 
                 
নিউজ ডেস্কঃ
যারা দেশের উন্নতি চায়না, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এ ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থির করার পাঁয়তারা করছে দাবি করে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে যে কোনো সমস্যায় ৯৯৯ নাম্বারে ফোন করে সাহায্য নেবার পরামর্শ দেন।
বান্দরবানে ছেলেধরা ও মাথা কাটা গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ২৭ জুলাই শনিবার সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হয়। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরীসহ জেলার বিশিষ্টজনেরা।
গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত সচেতনতা সপ্তাহ পালন করছে বান্দরবান জেলা পুলিশ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারাভিযান, মাইকিংসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
