জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে খাগড়াছড়িতে সচেতনতামূলক র‌্যালী ও সভা - Southeast Asia Journal

জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে খাগড়াছড়িতে সচেতনতামূলক র‌্যালী ও সভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে সারাদেশে চলমান জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব রোধকল্পে খাগড়াছড়িতে সচেতনতামূলক র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে টাউন হল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। এসময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তমঞ্চে এসে র‌্যালীটি আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ। খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হয়ে জঙ্গিবাদ, মাদক ও গুজব রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান তারা।

সভা শেষে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়।