আশ্রয়শিবিরে গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

আশ্রয়শিবিরে গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

আশ্রয়শিবিরে গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায়, রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ ইলিয়াস নামে এক হেড মাঝি গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ভোর ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস উখিয়ার ক্যাম্প-৪, সি-৩ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে এবং আশ্রয়শিবিরের হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, “আশ্রয়শিবিরে ভোর ৪টার দিকে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দরজা ভেঙে ইলিয়াসের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়।”

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। তবে, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয় বলে তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।