খাগড়াছড়িতে ভারত থেকে আনা ৪৮ বোতল মদ জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশে নিয়ে আসা ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল শনিবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে রামগড় পৌরসভার রুহুল আমিন চর হতে এসব মদ জব্দ করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আল মামুন সিকদার এর নেতৃত্বে একটি টহল দল রুহুল আমিন চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা। জব্দকৃত মদ রামগড় থানায় সাধারন ডায়েরি অন্তর্ভূক্ত পূর্বক পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যে কোন মাদক পাচার প্রতিরোধে বিজিবির এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
