রাঙামাটিতে ২০ মে অবরোধের ডাক ইউপিডিএফের

রাঙামাটিতে ২০ মে অবরোধের ডাক ইউপিডিএফের

রাঙামাটিতে ২০ মে অবরোধের ডাক ইউপিডিএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র ২ সদস্যকে হত্যার প্রতিবাদে আগামী ২০ মে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অর্ধদিবস অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বার্তায় বলা হয়, সন্তু লারমার সন্ত্রাসীরা শনিবার সকালে লংগদু উপজেলায় তাদের ২ কর্মীকে গুলি করে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়া হয়।

অবরোধের দিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনটি।

অবরোধ পালনকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ দেওয়া ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।