খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ মে) সকালে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ির রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম অসহায়দের মাঝে এই সহায়তা তুলে দেন।
এসময় অসহায়দের মাঝে চিকিৎসাসেবা প্রদান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ বিতরণ, কৃষকদের মাঝে সার-বীজ এবং স্প্রে মেশিনসহ গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ প্রদান করা হয়।
এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
