পাহাড়ি সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল চালকদের মাঝে সেনাবাহিনীর হেলমেট বিতরণ
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
‘নো হেলমেট নো রাইড’-এ স্লোগানে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট বিতরণ করেছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।
সোমবার (২৭ মে) সকালে রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোস্টে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

তিনি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সবার জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তা ও গুইমারা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
