খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
ঈদের-খুশি ভাগভাগি করে নিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪টায় দীঘিনালা জোনের পক্ষ থেকে জোন সদর দপ্তরের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ মোমেন শিহাব প্রমুখ।

ঈদ উপহার পেয়ে আরোজা বেগম (৫২) বলেন, ‘আমার স্বামী-সন্তান কেউ নেই, অনেক কষ্ট করে চলি। ঈদ আসলে দীঘিনালায় আর্মিরা সেমাই-চিনি অনেক কিছু দেয়। এসব কিছু পেয়ে আমি অনেক খুশি। আর্মিরা অনেক ভালো। গরিবদেরকে সাহায্য করে।’ মো. দুলা মিয়া (১১৪) বলেন, ‘আমি এখন লাঠি ভর করে চলি। আর্মিরা আমাকে ঈদ করার জন্য উপহার দিয়েছে। আর্মিরা অনেক ভালো গরীর অসহায়কে সাহায্য করে।’
জানা যায়, এদিন এলাকার আড়াই শতাধিক গবীর দুস্থ অসহায়দের মাঝে চাল, চিনি, আটা, সয়াবিন তেল, লবণ, চা-পাতা, ডালসহ উপহার বিতরণ করা হয়।