খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা খাগড়াছড়িতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে জেলা জুড়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন করছে।
সকাল (১৫ আগষ্ট) ৯টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দিবসটি উপলক্ষ্যে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, পৌর মেয়র মোঃ রফিকুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলার সব সরকারি হাসপাতালে দিবসটি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
