বাংলাদেশে অনুপ্রবেশ করল মিয়ানমারের গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

বাংলাদেশে অনুপ্রবেশ করল মিয়ানমারের গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

বাংলাদেশে অনুপ্রবেশ করল মিয়ানমারের গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মিয়ানমারের এক নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে চিকিৎসা নিচ্ছেন কক্সবাজার সদর হাসপাতালে।

শনিবার (২১ জুন) বিকেলে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তার নাম সৈয়দ আকবর।

গুলিবিদ্ধ মিয়ানমারের নাগরিক সৈয়দ আকবর জানান, মিয়ানমারের আরাকান রাজ্যের নলবুনিয়ায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়। তখন বিমান থেকে ছোঁড়া গুলিতে তিনি আহত হন।

পরে সংঘর্ষে আহত আরও ২ জন স্বদেশীয় ব্যক্তিসহ মংডু থেকে নৌকা যোগে বাংলাদেশের দিকে আসেন। গেল ২১ জুন সন্ধ্যায় টেকনাফ সীমান্ত দিয়ে আকবরসহ ৩ জন অনুপ্রবেশ করেন। তারপর ক্যাম্পে থাকা আত্মীয়ের সাথে যোগাযোগ করে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা শুরু করেন আকবর ও বাকি ২ জন।

শনিবার (২২ জুন) এমএসএফ হাসপাতাল থেকে রেফার করা হলে, এদিন বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন বলে জানান সৈয়দ আকবর।

আহত মিয়ানমারের এক নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।