রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়ন।
আজ রবিবার (৭ জুলাই) বেলা ১টায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে হাজারমানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মুনতাসীম -এ-সোবহানি শিকদার।
এসময় তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
