রাঙ্গামাটিতে মাদক বিরোধী ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন
![]()
নিউজ ডেস্কঃ
অসৎ সঙ্গ মেশায়, ধরবে মাদক নেশায়” “ধুমপানের ধোয়া নয়, ফুলের সুবাস নিন” এই শ্লোগানকে সামনে রেখে আজ রোববার (১৮ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে মাদকবিরোধী ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী শ্লোগান, শর্ট ফিল্ম, নাটিকা, টিভিসি ও বিজ্ঞাপন সম্বলিত ডিজিটাল LED Koisk স্থাপন করা হয়।
অত্যাধুনিক মানের ডিজিটাল ডিসপ্লে বোর্ড (LED Kiosk) টি উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।