বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনীর বিভিন্ন দুর্গম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, মঙ্গলবার বিমান বাহিনী ফেনীর ফুলগাজী উপজেলাস্থ বরাইয়া গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়াও বন্যাকবলিত দুর্গম এলাকাসমূহের জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়ে আসছে।

উল্লেখ্য যে, বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।