কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহায়তা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনীর একটি টিম উপজেলার খিলা ইউনিয়নে শাহপরান ডেইরি ফার্ম, ইলিয়াস ডেইরি ফার্মসহ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন খামারিদেরকে এ গো-খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান, খামার মালিক মো. শাহপরাণ, ইলিয়াস পাটোয়ারী।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত খামারিদের পরবর্তীতে আরও গো-খাদ্য সহায়তা প্রদানের কথা জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা।
এর আগে উপজেলার লক্ষণপুর ইউনিয়নে তানভীর ডেইরি এন্ড এগ্রো ফার্ম, রোকেয়া গরু খামার, লিটন এগ্রো ফার্মসহ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন প্রান্তিক খামারিদেরকে গো-খাদ্য সহায়তা প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
