পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন - Southeast Asia Journal

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পূর্বের কমিটির মেয়াদ শেষ ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৮ আগষ্ট সন্ধ্যায় দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি জেলা কার্যালয়ে সাবেক উপজেলা সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে দীঘিনালা উপজেলা শাখার দুই মাস মেয়াদের আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ির ৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আসাদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিক্রমে মোঃ আল আমিন হাওলাদারকে আহবায়ক ও মোঃ শামীম হোসেনকে সদস্য সচিব করে ১১ (এগার) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে নির্ধারিত আগামী দুইমাস সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করার আহবান জানানো হয়।