রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার আটক

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার আটক

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল ও দশটি গুলিসহ নুরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রোহিঙ্গা ১৩ নং ক্যাম্পের গুলা হোসেনের পুত্র। নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হিসেবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছে। ৮ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তা জানান, আমর্ড পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার গোপন খবরে ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও দশটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আমির জাফর। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।